ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

সন্ত্রাসীদের গুলিতে হাইতির প্রেসিডেন্ট নিহত

নিজস্ব বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ তথ্যটি নিশ্চিত করেছেন। বুধবার (৭ জুলাই) বিবৃতির মাধ্যমে বলা হয়, সন্ত্রাসীদের সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝরাতে হামলা চালায় এবং তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়। জানা যায়, ভয়াবহ এই হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।


অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বলেছেন, রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রেসিডেন্টের বাসভবনে স্থানীয় সময় রাত একটার দিকে অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা হামলা চালায়।


তিনি দাবি করেন, রাষ্ট্রের কার্যক্রম যাতে থেমে না থাকে সে জন্য এরই মধ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ads

Our Facebook Page